বাসস দেশ-৬ : সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা বেগম আর নেই

150

বাসস দেশ-৬
শোক-সংবাদ
সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা বেগম আর নেই
ঢাকা, ১০ জুলাই, ২০১৯ (বাসস) : ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা বেগম আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি… রাজিউন)।
রুশেমা বেগম মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ফরিদপুর হার্টফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, রুশেমা বেগম ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের সহধর্মিণী। তিনি একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য ছিলেন।
ফরিদপুর সংবাদদাতা জানান, আজ বুধবার বাদ আসর ফরিদপুর পুলিশ লাইন ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কমলাপুরের ইমামবাগে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।
রুশেমা বেগম ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন। আওয়ামী লীগের মনোনয়নে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত মহিলা আসন ৩৪-এ এমপি হিসেবে শপথ নেন।
বাসস/এমএন-সবি-সংবাদদাতা/১৩৪০/-এমএবি