বাসস দেশ-৩৩ : ঢাকায় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন

507

বাসস দেশ-৩৩
বান কি মুন-ঢাকা
ঢাকায় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন
ঢাকা, ৯ জুলাই, ২০১৯ (বাসস) : জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ‘ঢাকা মিটিং অব দ্যা গ্লোবাল কমিশন অন এডাপশন (জিসিএ)’ যোগদানে দু’দিনের সফরে আজ রাজধানীতে পৌঁছেছেন।
আজ বিকেল ৫টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে দক্ষিণ কোরিয়ার কূটনীতিক বান কি মুনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বান কি মুন ২০০৭ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের অষ্টম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘জিসিএ ঢাকা মিটিং’ উদ্বোধন করবেন। জিসিএ-এর বর্তমান সভাপতি বান কি মুন এতে বক্তব্য রাখবেন।
বৈঠকে যোগদানের জন্য মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইনও আজ ঢাকা পৌঁছেছেন।
বাসস/টিএ/অনুবাদ-এবিএইচ/২৩৪০/মমআ/-এবিএইচ