বাসস দেশ-২৮ : ঢাবি’র কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি

316

বাসস দেশ-২৮
সুফিয়া হল-ফান্ড
ঢাবি’র কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি
ঢাকা, ৯ জুলাই, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) প্রতিষ্ঠিত ‘কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধি করা হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান ৭৫ লাখ টাকার একটি হস্তান্তর করেন।
হলের বিভিন্ন অভ্যন্তরীণ খাত থেকে অনুদানের এই অর্থসহ ট্রাস্ট ফান্ডের বর্তমান মূলধন ১ কোটি ২৫ লাখ টাকায় উন্নীত হলো।প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের ৭৭জন মেধাবী ছাত্রীকে এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে বৃত্তি প্রদান করা হবে।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুদানের জন্য হলের প্রভোস্টকে জানিয়ে বলেন, এর মাধ্যমে হলের ছাত্রীরা উপকৃত হবে এবং লেখাপড়ায় আরো উৎসাহিত ও মনোযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাসস/সবি/এসএস/১৯৩০/-জেজেড