বাসস দেশ-২৭ : বুড়িগঙ্গা পাড়ের অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

265

বাসস দেশ-২৭
বুড়িগঙ্গা-অবৈধ স্থাপনা-উচ্ছেদ
বুড়িগঙ্গা পাড়ের অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ৯ জুলাই, ২০১৯ (বাসস) : বুড়িগঙ্গা নদীর দুই পাড় দখলমুক্ত করতে চতুর্থ ধাপে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চলমান এই অভিযানে দুইটি ৭তলা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কামরাঙ্গীচরের খোলামোড়া খেয়াঘাটে এ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন ছাড় দেয়া হবে না বলে জানায় বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।
নদী রক্ষায় সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় এলাকাবাসী।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, উচ্ছেদকৃত জায়গায় পুনরায় জরিপ শেষে নদীর সীমানা অংশে পড়া স্থাপনাগুলোও চিহ্নিত করে পর্যায়ক্রমে ভাঙ্গার উদ্যোগ নেয়া হবে। যারা প্রথম পর্যায়ে উচ্ছেদ চলাকালে সময় নিয়েও স্থাপনা অপসারণ করেনি আজ তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ. কে. এম আরিফ উদ্দিন বলেন, এ পর্যন্ত প্রায় সাড়ে ৪হাজার অবৈধ স্থাপনাসহ ১শ একর জমি উদ্ধার ও ৫ কোটি টাকার মালামাল নিলাম করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৯১০/কেএআর