বাজিস-১১ : মাগুরায় মোটরযানের নম্বর প্লেটে বানান সংশোধন

136

বাজিস-১১
মাগুরা-সংশোধন
মাগুরায় মোটরযানের নম্বর প্লেটে বানান সংশোধন
মাগুরা, ৯ জুলাই ২০১৯ (বাসস) : জেলায় মোটরযানের নম্বর প্লেট ও লাইসেন্সের কাগজপত্রে ‘মাগুরা’র বানান সংক্রান্ত জটিলতার নিরসন হয়েছে।
আজ মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরার সঠিক বানান সম্বলিত তিনহাজার ৫শ’ টি নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা বিআরটিএ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরার ছিলেন জেলা প্রশাসক মহাম্মদ আলী আকবর। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, জেলায় বিআরটিএ’র সহকারি পরিচালক এস এম মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মোটরযানে মাগুরা জেলার নাম ‘মাগুড়া’ লেখা হচ্ছিল। মাগুরাবাসির দাবির প্রেক্ষিতে গতবছর ২৮ জুন ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’ (বিআরটিএ) বরাবরে আবেদন জানানো হয় এবং ৮ জুলাই ২০১৮ সালে ‘মাগুড়া’ বানান সংশোধন করে ‘মাগুরা’ হয়।
বাসস/সংবাদদাতা/১৮৩০/এমকে