বাসস দেশ-২৪ : গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত

146

বাসস দেশ-২৪
গাজীপুর সিটি-দুর্নীতি- বরখাস্ত
গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
গাজীপুর, ৯ জুলাই, ২০১৯ (বাসস) : দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একই ধরনের অভিযোগে আরো ৫ জনকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার সকালে নগর ভবনে সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান ।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কর্পোরেশনের ৬ জনকে বরখাস্ত, ৩ জনকে সাময়িক বরখাস্ত এবং ৫ জনকে শোকজ করা হয়েছে।
তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনে কোন কর্মকর্তা-কর্মচারি ঘুষ, দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ পেলেই সাথে সাথে তাকে বরখাস্ত করা হবে।
মেয়র বলেন, এ নগরীতে ৩৮ লাখের অধিক জনসংখ্যা রয়েছে। এরমধ্যে প্রায় ১৮ লাখ শ্রমিক বিভিন্ন গার্মেন্টস ও কলকারখানায় কাজ করেন। নগরবাসীদের জীবনমানের উন্নয়ন ও নগরীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮২০/কেএআর