বাসস বিদেশ-৫ : ওয়াশিংটন ডিসিতে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা

164

বাসস বিদেশ-৫
ওয়াশিংটন-আবহাওয়া
ওয়াশিংটন ডিসিতে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা
ওয়াশিংটন, ৯ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক): আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি এবং এর আশপাশের এলাকায় সোমবার রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর ফলে, বিদ্যুৎ বিভ্রাট এবং পরিবহন নেটওয়ার্কে বিঘ্ন সৃষ্টি হয়।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) আকস্মিক বন্যার বিষয়ে সতর্কতা জারি করেছে। এদিকে, প্রবল বর্ষণের কারণে রাস্তাঘাট ডুবে গেছে। প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ হয়ে গেছে। বিমান বন্দর ও রেল চলাচলেও সমস্যা সৃষ্টি হওয়ায় এসব ক্ষেত্রে বিলম্ব ঘটেছে।
এনডব্লিউএস ট্ইুট করে জানিয়েছে, রাজধানীর রোনাল্ড রিগ্যান বিমানবন্দরে মাত্র এক ঘন্টায় ৮৩ মিলিমিটার (৩ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টি হয়েছে।
এদিকে স্থানীয় টিভি কেন্দ্র ও সামাজিক মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ছবিতে ওয়াশিংটন মনুমেন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় গাড়িগুলোকে পানির নীচে ডুবে থাকতে দেখা যায়। এছাড়া বন্যার পানি বেড়ে যাওয়ায় কোন কোন মোটরচালককে তাদের গাড়ির ছাদে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বন্যার কবল থেকে হোয়াইট হাউসও রেহাই পায়নি। এর নীচতলার একটি অফিস ঘরের মেঝে চুইয়ে পানি উঠেছে।
জরুরি সেবা সংস্থা জানিয়েছে, নাগরিকেরা তাদের কাছে সাহায্য চাইছে। তবে, ব্যাপক এই বন্যা সত্ত্বেও প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।
বাসস/জুনা/১৮০৫/আরজি