২০২৩ পর্যন্ত এ্যাথলেটিকোতেই থাকছেন গ্রিজম্যান

368

মাদ্রিদ, ১৯ জুন ২০১৮ (বাসস) : এন্টোনিও গ্রিজম্যানের সাথে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ফ্রেঞ্চ এই তারকা ফরোয়ার্ডের সাথে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্টরা। ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রিজম্যান ছাড়াও ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের সাথে চুক্তি নবায়নের পাশাপাশি মোনাকো থেকে মিডফিল্ডার থমাস লিমারকেও আনুষ্ঠানিকভাবে দলভূক্তির ঘোষনা দিয়েছে এ্যাথলেটিকো।
গত সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাতকারে ফ্রেঞ্চ তারকা গ্রিজম্যান বলেছিলেন বার্সেলোনা থেকে আগ্রহ সত্ত্বেও তিনি এ্যাথলেটিকোতেই থাকতে চান।
গত মৌসুমে এ্যাথলেটিকোর হয়ে সব ধরনের প্রতিযোগিতায় গ্রিজম্যান ৪৯টি ম্যাচে ২৯ গোল করা ছাড়াও ১৫টি এ্যাসিস্ট করেছেন। ইউরোপা লিগে তার সহায়তায় এ্যাথলেটিকো মাদ্রিদ শিরোপা জিতেছে। বর্তমানে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলছেন গ্রিজম্যান।
এ্যাথলেটিকোর প্রধান নির্বাহী মিগুয়েল এ্যাঞ্জেল গিল মারিন ফ্রান্সের ডিফেন্ডার হার্নান্দেজের সাথে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। ২২ বছর বয়সী হার্নান্দেজ এ্যাথলেটিকোর হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে বিশ্বকাপে ফ্রান্স দলে জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রান্সের জয়ে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
এদিকে স্প্যানিশ গণমাধ্যমের দাবী ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো থেকে উইঙ্গার লিমারকে দলে ভিড়িয়েছে এ্যাথলেটিকো। আর তা সত্যি হলে এ্যাথলেটিকো ইতিহাসে লিমারই হবেন সবচেয়ে দামী ফুটবলার।