বাজিস-৮ : পিরোজপুরে ৮৪ জন অস্বচ্ছল রোগির মাঝে ৪২ লাখ টাকা বিতরণ

120

বাজিস-৮
পিরোজপুর- চেক বিতরন
পিরোজপুরে ৮৪ জন অস্বচ্ছল রোগির মাঝে ৪২ লাখ টাকা বিতরণ
পিরোজপুর, ৯ জুলাই, ২০১৯ (বাসস): জেলায় বিগত ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৮৪ জন অস্বচ্ছল রোগিকে চিকিৎসার সহায়তা হিসাবে জন্য ৪২ লাখ টাকা দেয়া হয়েছে।
এরই অংশ হিসাবে আজ মঙ্গলবার সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের আয়োজনে ৪৬ জন রোগির মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন রোগিদের হাতে টাকার চেক তুলে দেন।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান তালুকদার, প্রবেশনাল কর্মকর্তা মো. জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার গরিব-অস্বচ্ছল মানুষের সুচিকিৎসার জন্য এসব আর্থিক অনুদান দিচ্ছে।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান তালুকদার জানান, বিগত অর্থবছরে পিরোজপুর জেলায় চিকিৎসা সহায়তা হিসাবে ৮৪ জন ক্যান্সার, কিডনি বিনষ্ট, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগির মাঝে ৪২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৬২৫/নূসী/এমকে