বাসস দেশ-৩০ : সায়মা হত্যা মামলা : আদালতে হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

486

বাসস দেশ-৩০
হারুন-জবানবন্দী
সায়মা হত্যা মামলা : আদালতে হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী
ঢাকা, ৮ জুলাই, ২০১৯ (বাসস) : রাজধানীর ওয়ারী এলাকায় সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী হারুন অর রশীদ আজ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আরজুন আজ সোমবার আসামী হারুনকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১৬৪ ধারায় তার জবানবন্দী রেকর্ড করার আবেদন জানান।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিট্রেট সরাফুজ্জামান আনসারি হারুনের স্বীকারোক্তিমুলক জবানবন্দী রেকর্ড করে আসামীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ গতকাল রোববার হারুন অর রশীদকে কুমিল্লা থেকে গ্রেফতার করে।
পুলিশের কাছে প্রাথমিক জবানবন্দীতে হারুন বলেন, সে সায়মাকে ছাদ দেখানোর কথা বলে খালি পড়ে থাকা ভবনের ছাদে নিযে যায়। সেখানে সে শিমু সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে (গলাটিপে) হত্যা করে।
বাসস/সংবাদদাতা-জেইউবি/জেডআরএম/২১২২/এএএ