রাইজিং স্টিল মিলের এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিলের অনুমোদন দুদকের

390

ঢাকা, ১৯ জুন ২০১৮ (বাসস) : সাউথ-ইস্ট ব্যাংকের ১৪৯ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাইজিং স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী ও চেয়ারম্যান জামিলা নাজলিন মাওলাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি কমিশনের এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। আজ দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, রাইজিং স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামিলা নাজলিন মাওলা, পরিচালক মো. জসিম উদ্দীন চৌধুরী এবং রাইজিং এগ্রো ফার্মা-এর ব্যবস্থাপনা পরিচালক ও রাইজিং স্টিল মিলস লিমিটেডের গ্যারান্টার মো. আসলাম চৌধুরী পরস্পর যোগসাজশে ২০১০ ও ২০১২ সালে পৃথক এলসি খুলে চট্টগ্রামস্থ সাউথ-ইস্ট ব্যাংক লিমিটেড, হালিশহর শাখা থেকে এলটিআর ফ্যাসিলিটি ঋণ বাবদ ১৫২ কোটি ৮৪ লাখ টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে সুদাসল ২৩৭ কোটি ৫২ লাখ টাকার মধ্যে ৮৮ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করার পর অবশিষ্ট ১৪৯ কোটি ২০ লাখ টাকা আত্মসাত করায় তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিলের অনুমোদন দেয় কমিশন।
২০১৬ সালের ২৬ ডিসেম্বর কমিশনের উপ-পরিচালক মো. মোশারফ হোসেইন মৃধা বাদী হয়ে এ ব্যাপারে হালিশহর (সিএমপি) থানায় একটি মামলা দায়ের করে। তিনিই মামলার তদন্তকারী কর্মকর্তা।
দুদক সূত্রে জানা যায়, শিগগিরই সংশ্লিষ্ট আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হবে।