বাসস ক্রীড়া-৮ : বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড

269

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বিশ্বকাপ
বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড
ম্যানচেস্টার, ৮ জুলাই, ২০১৯ (বাসস) : দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ভারত ও গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। এবারের আসরে ১৩ জুন নটিংহামে দ্ইু দলের তেখা হওয়ার কথা ছিল। কিন্তু বৃস্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় একটি করে পয়েন্ট নিয়ে সন্তস্ট থাকতে হয়েছে তাদের। ২০০৩ আসরের পর এবারই বিশ্বকাপে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড।
সম্পূর্ণ বিপরীত ফর্ম নিয়ে সেমিতে উঠেছে দুই দল। লীগ পর্বে ভারত কেবলমাত্র ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসেবে সেমিতে উঠেছে। পক্ষান্তরে এ পর্যায়ে অপরাজিত থাকলেও শেষ দিকে পর পর তিন ম্যাচে পরাজিত হয়ে ভাগ্যের জোড়ে শেষ চারে উঠেছে কিউইরা। পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে টানা তিন ম্যাচে পরাজিত হয়ে আত্মবিশ্বাসটা তলানীতে ঠেকেছে নিউজিল্যান্ডের। পাকিস্তানের সমান ১১ পয়েন্ট হলেও রান রেট বিবেচনায় শেষ চার নিশ্চিত হয়েছে কিউইদের।
পক্ষান্তরে ইংল্যান্ডের কাছে পরাজিত হলেও লড়াই করেছে ভারত। কেবলমাত্র আফগানিস্তানের বিপক্ষে বিরাট কোহলির দলের পারফরমেন্স ভাল ছিলনা। তবে ব্যাটিংয়ে মিডল অর্ডার একটা দুঃশ্চিন্তার কারণ হতে পারে ভারতের জন্য।
বিশ্বকাপ ইতিহাসে এ ডর্যন্ত আটবার সেমিফাইনাল খেলে মাত্র একবার জয় পেয়েছে নিউজিল্যান্ড ২০১৫ সালে। তবে ভারত নিউজিল্যান্ড বিশ্বকাপে এ পর্যন্ত সাত বার মুখোমুখি হয়েছে। যেখানে নিউজিল্যান্ডের জয় চারটি, ভারতের তিনটি।
১৯৮৩ ও ২০১১ দুইবারের চ্যাম্পিয়ন ভারত ও ২০১৫ আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের ম্যাচ পরিসংখ্যান :
১৯৭৫ বিশ্বকাপ : নিউজিল্যান্ডের কাছে ভারত ৪ উইকেটে পরাজিত।
১৯৭৯ বিশ্বকাপ : নিউজিল্যান্ডের কাছে ভারত ৮ উইকেটে পরাজিত।
১৯৮৭ বিশ্বকাপ : ভারতের কাছে নিউজিল্যান্ড ১৬ রানে পরাজিত
১৯৮৭ বিশ্বকাপ : ভারতের কাছে নিউজিল্যান্ড ৯ রানে পরাজিত
১৯৯২ বিশ্বকাপ : নিউজিল্যান্ডের কাছে ভারত ৪ উইকেটে পরাজিত
১৯৯৯বিশ্বকাপ : নিউজিল্যান্ডের কাছে ভারত পাঁচ উইকেটে পরাজিত।
২০০৩ বিশ্বকাপ : ভারতের কাছে নিউজিল্যান্ড সাত উইকেটে পরাজিত
২০১৯বিশ্বকাপ : বৃষ্টির কারণে পরিত্যক্ত (গ্রুপ পর্ব)
বাসস/২০২০/স্বব