বাজিস-১৬ : থানচিতে আটকা পড়েছে ২৫ পর্যটক

274

বাজিস-১৬
বান্দরবান-পর্যটক আটকা
থানচিতে আটকা পড়েছে ২৫ পর্যটক
বান্দরবান, ৮ জুলাই, ২০১৯ (বাসস) : বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম এলাকায় বেড়াতে গিয়ে আটকা পড়েছে ২৫ জন পর্যটক।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল জানান, পাহাড়ে ভারী বর্ষণ শুরু হওয়ার আগে পর্যটকদের তিনটি দলের মোট ২৫ জন তিন্দু, রেমাক্রি, নাফাখুম হয়ে আরো দূর্গম এলাকায় বেড়াতে যায়।
পরে ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধিতে নৌকা চলাচল না করায় ওই পর্যটকরা থানচি উপজেলা সদরে এখনও আসতে পারেননি।
তিনি আরো জানান, ওইসব জায়গায় কোন ধরনের মোবাইল নেটওয়ার্ক না থাকায় আটকা পড়া ওই পর্যটকদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে থানচির জিন্না পাড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ২০জন পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন থানচির পর্যটক গাইড জাহিদুল ইসলাম ইমন ।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণের কারণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচির রেমাক্রি, তিন্দু, বড় মদক ও ছোট মদকে নৌ চলাচল বন্ধ আছে।
বাসস/সংবাদাতা/১৯৫৫/একেএইচ