বাজিস-১৫ : বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের ট্রলি বিতরণ

139

বাজিস-১৫
বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের ট্রলি বিতরণ
বেনাপোল (যশোর), ৮ জুলাই ২০১৯ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া আজ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বন্দরের লিংক রোড ও প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্ট যাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, যাত্রীদের ট্রলি দেওয়ার ফলে যাত্রী হয়রানি কমবে। অসুস্থ যাত্রীরা নিজেরাই তাদের মালামাল বহণ করতে পারবেন।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (এডমিন) খন্দকার আমিনুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হুসেইন চৌধুরী, যশোর ভ্যাট কমিশনারেট শওকাত হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি নুরুজামান প্রমূখ উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন এবারের বাজেট বিনিয়োগ ও ব্যবসা বান্ধব। দেশে বেশি বেশি বিনিয়োগের স্বার্থে শুল্কহার সমন্বয় করা হয়েছে। বিনিয়োগ বেশি হলে মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা হবে। দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে।
বাসস/সংবাদাতা/১৯৫০/একেএইচ