ময়মনসিংহের আলাউদ্দিন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

300

ময়মনসিংহ, ৮ জুলাই (বাসস) : ময়মনসিংহের গৌরিপুরের সিধলার টেংগুরিপাড়ায় আলাউদ্দিন হত্যাকান্ডের ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, টেংগুরিপাড়া এলাকার খোরশেদের ছেলে কালা চান (৫৫), মৃত আ. সামাদের তিন ছেলে রুহুল আমীন (৫৭), নূরুল হক (৫৫), মনজুরুল হক (৫২) ও নাসির উদ্দিনের ছেলে নবী হোসেন (৫৫)।
মামলার বিবরণে প্রকাশ, ২০০২ সালে ১৭ নভেম্বর সকালে গৌরিপুরের সিধলা ইউনিয়নের টেংগুরিপাড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে মৃত আ. ছাত্তারের ছেলে আলাউদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করে আসামীরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
ঘটনার দ’ুদিন পর গৌরিপুর থানায় নিহতের বড় ভাই নূরুল আমীন হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্তের পর নয়জনকে আসামী করে আদালতে চার্জশিট দেয়।
আদালতে শুনানী শেষে পাঁচ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয় এবং আদালত তাদের যাবজ্জীবন দন্ড প্রদান করে। বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেন বিচারক।