বাসস দেশ-২০ : কাপ্তাইয়ে পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু

118

বাসস দেশ-২০
পাহাড় ধস-মৃত্যু
কাপ্তাইয়ে পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু
রাঙ্গামাটি, ৮ জুলাই, ২০১৯ (বাসস) : ভারী বৃষ্টিপাতের কারণে জেলার কাপ্তাই এলাকায় আজ পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে কাপ্তাইয়ের কেপিএম এলাকার কলাবাগানের মালিবাগানে বসত ঘরের ওপর মাটি চাপায় তাদের মৃত্যু হয়।
তারা হলো শিশু উজ্জ্বল মল্লিক (৩) তাহমিনা আক্তার (২৫)। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রাঙ্গামাটিসহ আশেপাশে এলাকাগুলোতে গতকাল সন্ধ্যা থেকে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে বড় ধরনে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। তাই পাহাড়ের পাদদেশে ঝূঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিজ দায়িত্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে শহর জুড়ে মাইকিং করছে রাঙামাটি জেলা প্রশাসন।
রোববার দুপুর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ মাইকিং করা হচ্ছে।
রাঙ্গামাটি আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটিতে ১৭০ মিলিমিটির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসে সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যু হয়।
এছাড়া ২০১৮ সালের ১২ জুন রাঙামাটি নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে ১১ জনের মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে দুর্যোগ মোকাবেল নগদ টাকা ও খাদ্য শষ্য বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯২০/এসই