বাসস দেশ-১৭ : রাজধানীতে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

140

বাসস দেশ-১৭
ডাকাত-গ্রেফতার-উদ্ধার
রাজধানীতে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
ঢাকা, ৮ জুলাই, ২০১৯ (বাসস) : রাজধানীর আদাবর থানার বেঁড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তারা হচ্ছে- ডাকাত দলের প্রধান মনিরুজ্জামান (৩৩), হাসমত বেপারী (৩৫), মো. বারেক হাওলাদার (৬৫), মো. সাজু (২৫), হৃদয় হোসেন বাবু (২৪), মো. ইমরান (২৬) ও মো. রফিকুল ইসলাম লুৎফর (৪৭)। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি চাপাতি ও ২টি লোহার শাবল উদ্ধার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ বাসসকে এ তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নামিদামী প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ডাকাতি করেছে। তারা এবছরের ১২ জুন শরীয়তপুরের জাজিরায় একটি বাড়িতে ডাকাতি করেছিল। জাজিরা থানায় যোগাযোগ করে ডাকাতির বিষয়ে সত্যতাও পেয়েছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ আরও জানায়, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে থাকা ড্রেজারে তারা ডাকাতি করতো। ডাকাত সদস্যদের প্রত্যকের নামে রাজধানীসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮৪০/এএএ