বাসস বিদেশ-৪ : তেল ট্যাংকার আটকে ব্রিটেনকে জবাব দেয়ার অঙ্গীকার ইরানের

140

বাসস বিদেশ-৪
ইরান-ব্রিটেন-কূটনীতি
তেল ট্যাংকার আটকে ব্রিটেনকে জবাব দেয়ার অঙ্গীকার ইরানের
তেহরান, ৮ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : ব্রিটেন তেল ট্যাংকার আটক করার প্রতিক্রিয়ায় জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার জিব্রাল্টার উপকূলে ব্রিটিশ পুলিশ ও শুল্ক সংস্থা ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম ইরানের গ্রেস-১ নামের একটি ট্যাংকার আটক করে।
এর প্রতিক্রিয়ায় সোমবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেন, আমরা এটি সহ্য করবো না এবং এর জবাব দেয়া হবে। আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ এবং তাসনিম নিউজ এজেন্সি হাতামির উদ্ধৃতি দিয়ে একথা জানায়।
ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, এটি আন্তর্জাতিক নিয়মের লংঘন এবং এক ধরণের জলদস্যুতা।
এদিকে জিব্রাল্টার কর্তৃপক্ষ বলেছে, তাদের ধারণা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লংঘন করে এই ট্যাংকারে করে অপরিশোধিত তেল সিরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।
জিব্রাল্টার এলাকার এর্টনী জেনারেল বলছেন, জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট শুক্রবার ট্যাংকারটিকে আরো ১৪ দিন আটকে রাখার রায় দিয়েছে।
২০১৫ সালে করা পরমাণু চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা লংঘনের ঘোষণা ইরান দেয়ার পর ইইউ’র সাথে দেশটির সম্পর্কের টানাপোড়নের এই সময়ে ট্যাংকার আটকের ঘটনাটি ঘটল।
বাসস/জুনা/১৮২৫/আরজি