বাসস দেশ-৮ : প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি ইমান আলী

157

বাসস দেশ-৮
ইমান আলী- প্রধান বিচারপতি
প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি ইমান আলী
ঢাকা, ৮ জুলাই ২০১৯ (বাসস): প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে বিচারপতি ইমান আলী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ১৪ হতে ১৯ জুলাই বিদেশে অবস্থান করার কথা রয়েছে। তাঁর বিদেশ যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ্য বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
রোবরাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাসস/সবি/এফএইচ/১৬৫৫/-আসচৌ