বাজিস-৭ : লক্ষ্মীপুর পৌরসভায় ৯৭ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

142

বাজিস-৭
লক্ষ্মীপুর পৌরসভা-বাজেট
লক্ষ্মীপুর পৌরসভায় ৯৭ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা
লক্ষ্মীপুর, ৮ জুলাই, ২০১৯ (বাসস) – লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার ইতিহাসে এ বছরই সর্বোচ্চ ৯৭ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৮৪ টাকার বাজেট পেশ করা হলো।
সোমবার দুপুরে পৌর শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আবু তাহের।
এসময় পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, পৌর সচিব আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, উপসহকারী প্রকৌশলী শামছুল আলমসহ রাজনৈতিক, প্রশাসনিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ী, পৌর কাউন্সিলরবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
পৌরসভার ৪২তম এ বাজেটে রাজস্ব খাতে ২৮ কোটি ৭১ লাখ টাকা ও উন্নয়ন খাতে ৬৮ কোটি টাকা আয় ধরা হয়েছে। প্রারম্ভিক স্থিতি ৭১ লাখ ৯৮ হাজার ৯৮৪ টাকাসহ সর্বমোট আয় ধরা হয়েছে ৯৭ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৮৪ টাকা। এতে ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ২৭ লাখ ২৬ হাজার ১৭০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৮১৪ টাকা। গত অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৩৭ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৪৮৮ টাকা।
বাসস/সংবাদাতা/১৬৩৫/একেএইচ