বাজিস-৬ : কক্সবাজারে ইয়াবা মামলায় রোহিঙ্গার কারাদন্ড

139

বাজিস-৬
রোহিঙ্গা-কারাদন্ড
কক্সবাজারে ইয়াবা মামলায় রোহিঙ্গার কারাদন্ড
কক্সবাজার, ৮ জুলাই, ২০১৯ (বাসস) : কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এর আদালত দেড় লক্ষ পিচ ইয়াবা ট্যাবলেট বহনের অপরাধে এক রোহিঙ্গাকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
আজ সোমবার বিচারক মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু এলাকার জমির আহমদের পুত্র মো. রহমত উল্লাহকে এই দন্ড দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আবুল কাসেম জানিয়েছেন- দন্ডিত রোহিঙ্গা মোঃ রহমত উল্লাহ ১ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। ২০১৫ সালের ৬ অক্টোবর টেকনাফ সদরের এক নম্বর স্লুইচ গেইট থেকে তাকে গ্রেপ্তার করে বিজিবি।
এ ঘটনায় বিজিবি’র নায়েব সুবেদার শামসুল আলম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।
সংবাদাতা/১৬২৭/একেএইচ