জয়পুরহাটে সরকারের সহায়তায় ধান ও গম কাটার রিপার মেশিন প্রদান

608

জয়পুরহাট, ১৯ জুন, ২০১৮ (বাসস) : খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ও ৫০ শতাংশ সরকারের সহয়তায় আজ মঙ্গলবার জয়পুরহাটে এক কৃষককে ধান ও গম কাটার রিপার মেশিন প্রদান করা হয়েছে।
সদর উপজেলার দোগাছী ইউনিয়নের থিয়ট আইএফএম কৃষক সংগঠনের কৃষক মো. কামরুজ্জামানকে ধান ও গম কাটার রিপার মেশিন প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান প্রধান অতিথি হিসাবে কৃষকের হাতে ঐ রিপার মেশিন তুলে দেন। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরকারের ভর্তুকি ৫০ শতাংশ সহায়তায় এক লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের রিপার মেশিন মাত্র ৯৫ হাজার টাকায় ক্রয় করার সুবিধা পেয়েছেন কৃষক কামরুজ্জামান। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফাহমিদা নাহার সহ উপ-সহকারী কর্মকর্তা ও আইএফএম কৃষক সংগঠনের কৃষকরা উপস্থিত ছিলেন।