বাজিস-৩ : পিরোজপুরে ৬ মাসে ২৮৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

301

বাজিস-৩
পিরোজপুর-ভ্রাম্যমাণ আদালত
পিরোজপুরে ৬ মাসে ২৮৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
পিরোজপুর, ৮ জুলাই, ২০১৯( বাসস) : জেলায় সদ্য সমাপ্ত অর্থ বছরের শেষ ৬ মাসে শৃঙ্খলা রক্ষা করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে ২৮৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে গঠিত এসব আদালত এ সময় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অপরাধের ধরণ অনুযায়ী অর্থদন্ড ও কারাদন্ডের আদেশ দিয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জেলার নদ-নদী, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে পরিচালিত আদালত ১০ লক্ষ ৬১ হাজার ৭শত টাকা অর্থদন্ড আদায় করে এবং ২২ জনকে সর্বনি¤œ ৩দিন থেকে সর্বোচ্চ ২ বছর কারাদন্ড প্রদান করেন। মে মাসে সর্বাধিক ৫৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এছাড়া জানুয়ারি মাসে ৫২টি, ফেব্রুয়ারি মাসে- ৪২টি , মার্চ মাসে ৫১টি, এপ্রিল মাসে ৪৭টি, মে মাসে ৫৭টি এবং জুন মাসে ৩৬টি আদালত পরিচালনা করা হয় বলে জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ের বিচার শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাশফিকা জানান। ২৮৫টি ভ্রাম্যমান আদালত বসিয়ে যেসব আ্ইন অমান্যকারীদের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে নিষিদ্ধ জাল ব্যবহার করা, ঝাটকা ও ডিম ভরা ইলিশ শিকার, ইভটিজিং, খাদ্যে ভেজাল, প্রকাশ্যে ধূমপান, পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, বাল্য বিয়ে, ভোক্ত অধিকার আইন, পরিবেশ আইন এবং বিএসটিআই আইন অমান্য করা।
বাসস/সংবাদদাতা/১১২০/নূসী