বাসস ক্রীড়া-১৫ : বিশ্বকাপে আত্মবিশ্বাস ‘বাড়তি একজন খেলোয়াড়ের’ মত: ডু প্লেসিস

195

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিশ্বকাপ-অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা
বিশ্বকাপে আত্মবিশ্বাস ‘বাড়তি একজন খেলোয়াড়ের’ মত: ডু প্লেসিস
ম্যানচেস্টার (ইউকে), ৭ জুলাই ২০১৯ (বাসস/এএফপি): পরাজয়ের স্বাদ নিয়ে শেষ চারে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তারপরও দক্ষিন আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস মনে করেন আত্মবিশ্বাস বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জন্য ‘বাড়তি একজন খেলোয়াড়ের মত’।
শনিবার ওল্ড ট্রাফোর্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডু প্লেসিসের ১০০ রানে ভর করে প্রেটিয়ারা প্রথমে ব্যাটিং নিয়ে ৬ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে। এটি ছিল টুর্নামেন্টে তার প্রথম সেঞ্চুরি। ম্যাচে ১০ রানে জয় এনে দিয়েছে দক্ষিন আফ্রিকাকে। বিশ্বকাপের শেষ চারে খেলার সুযোগ শেষ হয়ে যাবার পর টুর্নামেন্টে দ্বিতীয় জয়টি পেয়েছে তারা।
তবে এই ফলাফলের কারণে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। যার ফলে চতুর্থ দল হিসেবে শেষ চারে ঠাই নেয়া অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার ওল্ড ট্রাফোর্ডে অংশগ্রহনের সুযোগ হারিয়েছে। এর পরিবর্তে বৃহস্পতিবার এজবাস্টনে ২য় সেমি-ফাইনালে বদলে যাওয়া স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা করতে হবে অসিদের।
এ পর্যন্ত রেকর্ড সংখ্যক ৫বার বিশ্বকাপ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। ডু প্লেসিসের মতে বিশ্বকাপের ইতিহাসে শিরোপা জয়ের ওই আত্মবিশ্বাসই এগিয়ে রাখবে অস্ট্রেলিয়ানদের। যা তাদেরকে লর্ডসে ১৪ জুলাইয়ের ফাইনালে পৌঁছাতে দারুনভাবে সাহয্য করবে।
পোটিয়া দলপতি বলেন,‘ আমার মতে সময় যত গড়িয়েছে ভারত ও অস্ট্রেলিয়া ততই নিজেদের প্রমান করেছে। তারা এমন দল যারা বড় ম্যাচে জয়লাভ করে। বর্তমান চেহারার সফল অস্ট্রেলিয়ার সঙ্গে আগের দলের মিল পাওয়া কঠিন। তারা এখন বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে। বিশ্বকাপের আত্ম বিশ্বাস অসি দলে বাড়তি একজন খেলোয়াড়ের কাজ করছে।’
এবারের আসরের শিরোপা কোন দল জয় করবে জানতে চাইলে জবাবে প্রোটিয়া অধিনায়ক বলেন,‘ আমার মনে হয় অস্ট্রেলিয়া শেষ চারে নিউজিল্যান্ডকেই প্রতিপক্ষ হিসেবে পেতে চেয়েছিল। তবে এখনও মনে হচ্ছে অস্ট্রেলিয়া অথবা ভারত শিরোপা জয় করবে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯৩৫/স্বব