বাসস ক্রীড়া-১৬ : বিজেএমসিকে ২-০ গোলে হারাল বসুন্ধরা কিংস

200

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-বিপিএল- বসুন্ধরা- বিজেএমসি
বিজেএমসিকে ২-০ গোলে হারাল বসুন্ধরা কিংস
নীলফামারী, ৭ জুলাই, ২০১৯ (বাসস) : প্রিমিয়ার ফুটবল লীগে আজ নিজেদের মাঠ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বিজেএমসিকে বিপক্ষে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এর আগে নোয়াখালির শহীদ ভুলু স্টেডিয়ামে বিজেএমসির সাথে ড্র করেছিল বসুন্ধরা কিংস।
আজ খেলা শুরুর ২০ মিনিটে দুই দলই খেলেছে এলোমেলো ভাবে। এর পরই স্বরূপে ফিরে টেবিল টপরা। একের পর এক আক্রমণের পর ২৮ মিনিটে বিজেএমসির রক্ষণভাগ ভেঙে নুরুল ফয়সাল বল পাঠিয়ে দেন বিজেএমসির জালে। এতে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বসুন্ধরা কিংস। আরো ব্যবধান বাড়াতে অস্কার ব্রজোনের শিষ্যরা রুদ্ররুপ ধারণ করে। অপরদিকে সমতায় ফেরার চেষ্টায় নামে বিজেএমসি। ফলে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুটাও হয়ে দুই দলের আক্রমন ও প্রতিআক্রমণের মধ্য দিয়েই। এক পর্যায়ে বসুন্ধরা আক্রমনের ধার বাড়িয়ে দিলে তাদের ঠেকাতেই ব্যস্ত হয়ে পড়ে বিজেএমসি। গড়ে তোলে বাঁধার দেয়াল। সে দেওয়াল ভেঙে দেয় বসুন্ধরার ব্রাজিলিয় মার্কোস কোস্টা। খেলার ৮১ মিনিটে বিজেএমসির ডি-বক্সের ভেতর ঢুকে প্রায় পাঁচ জন খেলোয়ারকে কাটিয়ে গোলরক্ষক মিলনকে বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি। এতে ব্যবধান হয় ২-০ গোলের। শেষ পর্যন্ত ওই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দল দুটি।
প্রিমিয়ার লীগে ১৮ খেলায় ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বসুনন্ধরা কিংস। একটি ম্যাচ বেশী খেলে মাত্র একটিতে জয় ও পাঁচ ড্রয়ে আট পয়েণ্ট সংগ্রহ করেছে বিজেএমসি।
বাসস/সংবাদদাতা/এমএইচসি/১৯৫০/স্বব