বাসস ক্রীড়া-১৩ : শীর্ষে স্টার্ক, দ্বিতীয়স্থানে মুস্তাফিজ

152

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বোলিং
শীর্ষে স্টার্ক, দ্বিতীয়স্থানে মুস্তাফিজ
লন্ডন, ৭ জুলাই ২০১৯ (বাসস) : লিগ পর্ব শেষে দ্বাদশ বিশ্বকাপে উইকেট শিকারের তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। ৯ ইনিংসে ৪৩২ রানে ২৬ উইকেট শিকার করেছেন তিনি। তার পরই আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৮ ইনিংসে ৪৮৪ রানে ২০ উইকেট শিকার ফিজ। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন মুস্তাফিজ। ১৭টি করে উইকেট নিয়ে পরের তিনটিস্থানে আছেন নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন-ভারতের জসপ্রিত বুমরাহ-পাকিস্তানের মোহাম্মদ আমির।
লিগ পর্ব শেষে বিশ্বকাপে শীর্ষ পাঁচ বোলার :
বোলার ম্যাচ ইনিংস ওভার মেডেন রান উইকেট সেরা বোলিং ৫ উইকেট
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ৯ ৯ ৮৩.২ ৫ ৪৩২ ২৬ ৫/২৬ ২
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৮ ৮ ৭২.১ ২ ৪৮৪ ২০ ৫/৫৯ ২
লুক ফার্গুসন (নিউজিল্যান্ড) ৭ ৭ ৬৩.৪ ৩ ৩১৬ ১৭ ৪/৩৭ ০
জসপ্রিত বুমরাহ (ভারত) ৮ ৮ ৭৪.০ ৮ ৩৩২ ১৭ ৪/৫৫ ০
মোহাম্মদ আমির (পাকিস্তান) ৮ ৮ ৭৩.০ ৫ ৩৫৮ ১৭ ৫/৩০ ১
বাসস/এএসজি/এএমটি/১৯১০/স্বব