ওয়ারীতে শিশু হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

285

ঢাকা, ৭ জুলাই, ২০১৯ (বাসস) : রাজধানীর ওয়ারী এলাকায় শিশু সায়মার পাশবিক নির্যাতন ও হত্যাকান্ডে জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার ডাবরডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোঃ হারুন অর রশিদ। ওয়ারী এলাকায় শিশু সায়মা যে বাসভবনে থাকতো সেই ভবনে হারুনও থাকতো। হারুন সেই বাস ভবনের ভাড়াটে পারভেজের খালাতো ভাই। সে পারভেজের বাসায় থাকত এবং তার রং এর দোকানে কাজ করত।
ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন বলেন, গত শুক্রবার স্কুল ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে তার নিজ বাসভবনে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ভিকটিমের বয়স ৬ বছর এবং সে সিলভার ডেল স্কুলে নার্সারিতে পড়াশোনা করত।
এ বিষয়ে ভিকটিমের পিতা মোঃ আঃ সালাম ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই ওয়ারী থানা পুলিশ এ ঘটনার জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা পূর্ব বিভাগের ওয়ারী জোনাল টিম আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি শিশুটিকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে।