বাসস ক্রীড়া-১২ : সাকিবকে টপকে শীর্ষ দু’টি স্থানে রোহিত-ওয়ার্নার

161

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বাংলাদেশ
সাকিবকে টপকে শীর্ষ দু’টি স্থানে রোহিত-ওয়ার্নার
লন্ডন, ৭ জুলাই ২০১৯ (বাসস) : লিগ পর্ব শেষে দ্বাদশ বিশ্বকাপে রান সংগ্রহের তালিকায় সবার উপরে আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তার পেছনেই রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। গতকাল লিগ পর্বের শেষ ম্যাচে সেঞ্চুরি করে রান সংগ্রহের তালিকায় শীর্ষ দু’টিস্থান দখলে নেন রোহিত-ওয়ার্নার। ফলে তৃতীয়স্থানে নেমে যেতে হয় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
৮ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৬৪৭ রান করে শীর্ষে রোহিত। ৯ ইনিংসে ৩টি করে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরিতে ৬৩৮ রান নিয়ে দ্বিতীয়স্থানে ওয়ার্নার। ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান নিয়ে তৃতীয়স্থানে সাকিব।
লিগ পর্ব শেষে বিশ্বকাপে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ গড় ১০০ ৫০
রোহিত শর্মা (ভারত) ৮ ৮ ১ ৬৪৭ ১৪০ ৯২.৪২ ৫ ১
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৯ ৯ ১ ৬৩৮ ১৬৬ ৭৯.৭৫ ৩ ৩
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮ ৮ ১ ৬০৬ ১২৪* ৮৬.৫৭ ২ ৫
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ৯ ৯ ০ ৫০৭ ১৫৩ ৫৬.৩৩ ২ ৩
জো রুট (ইংল্যান্ড) ৯ ৯ ১ ৫০০ ১০৭ ৬২.৫০ ২ ৩
বাসস/এএসজি/এএমটি/১৫০০/স্বব