বাসস ক্রীড়া-১১ : শীর্ষেই রয়েছেন বুমরাহ-বোল্ট; ১৫ ধাপ উন্নতি স্টার্কের

157

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-র‌্যাংকিং
শীর্ষেই রয়েছেন বুমরাহ-বোল্ট; ১৫ ধাপ উন্নতি স্টার্কের
লন্ডন, ৭ জুলাই ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনালে লড়াই শুরুর আগে ব্যাটসম্যানদের মত বোলারদের ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে প্রথম দু’টিস্থান ধরে রেখেছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
ভারতের হয়ে লিগ পর্বে ৮ ইনিংসে বল করে ১৭ উইকেট নিয়েছেন বুমরাহ। ৭৪ ওভার বল করে ৩৩২ রান দিয়েছেন তিনি। বার্মিংহামে বাংলাদেশের বিপক্ষে এবারের আসরে সেরা বোলিং ফিগার ৫৫ রানে ৪ উইকেট নেন তিনি। বুমরাহ’র রেটিং ৮১৪।
৭৫৮ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন বোল্ট। বিশ্বকাপের ৮ ইনিংসে ১৫ উইকেট নিয়েছেন তিনি।
বোলিং র‌্যাংকিং-এ সবচেয়ে বড় চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। ১৫ ধাপ এগিয়েছেন তিনি। ৬৭৫ রেটিং নিয়ে সপ্তমস্থানে উঠে এসেছেন স্টার্ক। চলতি বিশ্বকাপে ৯ ইনিংসে ২৬ উইকেট নিয়ে সবার উপরে আছেন স্টার্ক। ইনিংসে দু’বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন স্টার্ক।
এছাড়াও নয় ধাপ উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের লুকি ফার্গুসনের। ৬৫০ রেটিং নিয়ে দশমস্থানে উঠে এসেছেন ফার্গুসন। বিশ্বকাপে ৭ ইনিংসে ১৭ উইকেট শিকার তার।
আইসিসি’র র‌্যাংকিং-এ বোলারদের অবস্থান :
র‌্যাংকিং খেলোয়াড় রেটিং
১ জসপ্রিত বুমরাহ (ভারত) ৮১৪
২ ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ৭৫৮
৩ প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ৬৯৮
৪ কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ৬৯৪
৫ ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৬৮৩
৬ মুজিব উর রহমান (আফগানিস্তান) ৬৮১
৭ মিচেল স্টার্ক (্অস্ট্রেলিয়া) ৬৭৫
৮ রশিদ খান (আফগানিস্তান) ৬৫৮
– কুলদীপ যাদব (ভারত) ৬৫৮
১০ লুকি ফার্গুসন (নিউজিল্যান্ড) ৭৭৮
বাসস/এএসজি/এএমটি/১৮৫০/স্বব