দল হিসেবে খেলতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না : সাকিব

286

লন্ডন, ৭ জুলাই, ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়েই ইংল্যান্ড এন্ড ওয়েলসে এসেছিলো বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু লক্ষ্য পূরণ হয়নি তাদের। লিগ পর্ব থেকেই বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে টাইগারদের। ৯টি খেলায় অংশ নিয়ে ৩টি জয়, ৫টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে অষ্টমস্থানে থেকে বিশ্বকাপের ইতি টানতে হয় বাংলাদেশের। টুর্নামেন্টে বাংলাদেশের খারাপ করার কারণ ব্যাখা দিয়েছেন এবারের বিশ্বকাপের সেরা পারফরমার বাংলাদেশের সাকিব আল হাসানের। দল হিসেবে খেলতে না পারার আক্ষেপ ঝড়েছে তার কন্ঠে। তবে নিজের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট সাকিব।
দল খারাপ করলেও ব্যাট-বল হাতে সফল ছিলেন সাকিব। ৮ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান করেন তিনি। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব। ৩৯৯ রান খরচ করে ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাই নিজের পারফরমেন্সে খুশী সাকিব। তিনি বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে খুবই ভালো। আমি খুবই খুশি। যে ধরনের মানসিকতা নিয়ে এসেছিলাম, যে ধরনের ইচ্ছা ছিলো সেভাবেই হয়েছে। সেদিক থেকে আমি সন্তুষ্ট।’
এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করার পেছনের রহস্য কি সেটিও জানালেন সাকিব, ‘যে প্রস্তুতি নিয়ে এসেছিলাম, আত্মবিশ্বাস ছিলো প্রথম ম্যাচ থেকেই ভালো কিছু করার। আগের প্রতিটি বিশ্বকাপে প্রথম ম্যাচে রান ছিলো। কিন্তু পরে আর সেভাবে পারিনি। তাই এবার ভালো করার তাগাদা ছিলো, যেন মোমেন্টাম ধরে রাখতে পারি।’
সাকিবের এবারের পারফরমেন্সে ক্রিকেট বিশ্ব অবাক। ব্যাট হাতে যেমন রান করেছেন, বল হাতে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছেন বেশ দক্ষতার সাথে। তাই সাকিবের পারফরমেন্সে বিশ্¦ অবাক হলেও, নিজের বিস্মিত নন এই অলরাউন্ডার, ‘না আমি নিজের অবাক হইনি। কারন আমি জানি কি চিন্তা করে এখানে খেলতে এসেছিলাম। হ্যাঁ, এটা জানতাম যে হলে সেরা কিছুই হবে। আর সেটিই হয়েছে।’
সাকিব ভালো খেললেও, সেমিফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। আসলে এক যোদ্ধা দিয়ে তো এগার জনের বিপক্ষে লড়াই করা মুশকিল। তাও প্রতিটি ম্যাচে। তবে বাংলাদেশের সেমিতে যাবার ভালো সুযোগ বলে মনে করেন সাকিব। তাই আক্ষেপও রয়েছে তার, ‘অবশ্যই সেমিফাইনালে যাবার ভালো সুযোগ ছিলো আমাদের। আক্ষেপও আছে, দলের দিক থেকে। কারণ আমাদের লক্ষ্যই ছিলো সেমিফাইনালে খেলা। লক্ষ্য অর্জন না হলে আক্ষেপ তো থাকবেই। তবে আমি পারফর্ম করার পরও দল পারেনি বলে কোন আক্ষেপ নেই। খারাপ লাগছে, এ কারণেই যে দল হিসেবে খেলতে চেয়েছিলাম, কিন্তু সেটা পারলাম না। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিলো তা সঠিকভাবে পূরণ করতে পারলাম না।’
এবারের বিশ্বকাপে ভালো দল হয়ে ওঠার সুযোগ ছিলো বাংলাদেশের। কিন্তু সেটি আর হয়ে উঠেনি। ট্রফি জিতলেই কি বাংলাদেশ বড় দল হয়ে উঠবে কি-না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘ট্রফি দরকার কিনা, সেটা বলা মুশকিল। ট্রফি সব দল পায় না। আবার ট্রফি না জেতা দলও বড় দল হয়। ইংল্যান্ড তো মনে হয় বিশ্বকাপ জেতেনি, তবু তারা বড় দল। ওরকম একটা কিছু হলেই চলবে। তবে এটা ঠিক সেমিফাইনালে খেলতে পারলে আজ আমাদের নিয়ে অনেক প্রশংসা হতো।’