বাজিস-৯ : ভোলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে বখাটের ১ বছরের কারাদন্ড

138

বাজিস-৯
ভোলা-বখাটে-কারাদন্ড
ভোলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে বখাটের ১ বছরের কারাদন্ড
ভোলা, ৭ জুলাই, ২০১৯ (বাসস) : জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন থেকে আজ স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সুজন (১৯) নামের এক বখাটের ১ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা ১১টার দিকে শ্যামপুর গ্রামের তুলাতুলি এলাকার ৮ নং ওয়ার্ড এলাকা থেকে পুলিশ সুজনকে আটক করে। পরে নির্বাহী মেজিস্ট্রেট আবুল হাসনাত খানের আদালতে হাজির করলে তাকে ১ বছরের কারাদন্ড দেয়া হয়।
নির্বাহী মেজিস্ট্রেট আবুল হাসনাত খান বাসস’কে জানান, একই ইউনিয়নের শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী সানিজিদাকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত বখাটে সূজন। তার বাবার অভিযোগের প্রেক্ষিতে আজ জেলা প্রশাসকের নির্দেশে সদর মডেল থানার পুলিশের একটি টিম তুলাতুলি বাজার সংলগ্ন সানজিদার স্কুলে যাওয়ার সড়ক থেকে বখাটে সুজনকে আটক করে।
দন্ড প্রাপ্ত সুজন ঐ এলাকার মো. কামাল হোসেনের পুত্র।
বাসস/এইচএএম/১৭২০/একেএইচ