কিছু কিছু ক্ষেত্রে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে : জি এম কাদের

257

ঢাকা, ৭ জুলাই, ২০১৯ (বাসস) : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।
তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাতে বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উন্নতির এই ধারা অব্যাহত থাকলেই, শারীরিক অবস্থার উন্নতি বলা যাবে।’
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন জি এম কাদের।
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি উপস্থিত ছিলেন।
জি এম কাদের ব্রিফিংয়ে আরও বলেন, ‘আজো এরশাদের ডায়ালাইসিস চলছে। সিএমএইচ-এর চিকিৎসকরা তাকে বিশ^মানের চিকিৎসা দিচ্ছেন। অত্যাধুনিক হেমো পারফিউশন এবং হেমো ডায়া ফিল্টারেশন-এর মাধ্যমে এরশাদের রক্ত থেকে অপ্রয়োজনীয় পানি, বর্জ্য অপসারণ করা হচ্ছে।’
কাদের বলেন, ‘তার শ্বাস-প্রশ্বাস সহ অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ কৃত্রিমভাবে সচল রাখা হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, আস্তে আস্তে পল্লীবন্ধুর শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে উঠবে। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
এরআগে বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয় ওলামা পার্টি।
এসময় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।