ব্রাজিলের বিখ্যাত গায়ক জোয়াও গিলবার্তোর মৃত্যু

267

রিও ডি জেনিরো, ৭ জুলাই, ২০১৯ (বাসস-ডেস্ক) : ব্রাজিলের কিংবদন্তির গায়ক, সংগীত রচয়িতা এবং বোসসা নোভা নামে পরিচিত সুরমূর্ছনার এক পথিকৃত শিল্পী জোয়াও গিলবার্তো ৮৮ বছর বয়সে মারা গেছেন। গিলবার্তোর ছেলে জোয়াও মার্সিলো শনিবার এ মৃত্যুর খবর জানান। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী জোয়াও মার্সিলো তার ফেসবুকে লিখেছেন, ‘আমার পিতা মারা গেছেন’। ‘তাঁর লড়াই ছিল মহৎ, তিনি তার মর্যাদা বজায় রাখার চেষ্টা করে গেছেন’।
তিনি ১৪ বছর বয়সে প্রথম গিটার হাতে পেয়ে সংগীতের প্রতি তার আকর্ষণ অনুভব করেন। পরে তিনি ১৯ বছর বয়সে তার গ্রাম ছেড়ে রিও ডি জেনিরো আসেন। ১৯৬০ এর দশকে তাঁর এ্যালবাম ‘দ্য গার্ল ফ্রম আইপেনিমা’ বিশ্বখ্যাতি অর্জন করে।