বাজিস-৬ : ভোলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের ১ বছরের কারাদন্ড

184

বাজিস-৬
ভোলা-বখাটে-কারাদন্ড
ভোলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের ১ বছরের কারাদন্ড
ভোলা, ৭ জুলাই, ২০১৯ (বাসস) : জেলার উপজেলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নে আজ স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মো. সুজন (১৯) নামের এক বখাটের ১ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা ১১ টার দিকে শ্যমপুর গ্রামের তুলাতুলি এলাকার ৮ নং ওয়ার্ড এলাকা থেকে পুলিশ সুজনকে আটক করে। পরে নির্বাহী মেজিস্ট্রেট আবুল হাসনাত খানের আদালতে হাজির করলে তাকে ১ বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়।
নির্বাহী মেজিস্ট্রেট আবুল হাসনাত খান বাসস’কে জানান, একই ইউনিয়নের শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী সানিজিদাকে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করত বখাটে সুূজন। এতে তার বাবা আব্দুল জলিল জেলা প্রশাসক বরাবর অভিযোগ প্রদান করে। পরে আজ জেলা প্রশাসকের নির্দেশে সদর মডেল থানার পুলিশের একটি টিম তুলাতুলি বাজার সংলগ্ন সানজিদার স্কুলে যাওয়ার সড়ক থেকে বখাটে সুজনকে আটক করে।
তিনি আরো জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদন্ড দেওয়া হয়। সে ওই এলাকার মো. কামাল হোসেন’র পুত্র।
বাসস/এইচ এ এম/১৪৫৫/-নূসী