মৌলভীবাজারে বন্যাকবলিতদের মাঝে সমাজকল্যাণমন্ত্রীর ত্রাণ বিতরণ

219

ঢাকা, ১৯ জুন, ২০১৮ (বাসস) : সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন আজ সকালে মৌলভীবাজারের সদর উপজেলার সৈয়ারপুর ও খলিলপুরের বন্যা কবলিত প্রায় ৭০০ ক্ষতিগ্রস্ত মানুষকে নিজ ও স্থানীয় ত্রাণ সহায়তা তহবিল থেকে সহায়তা প্রদান করেছেন।
এ সময় তিনি বলেন, সরকারের ত্রাণ ভান্ডারে পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। বন্যাকালীন সময়ের দুরাবস্থা ও বন্যা পরবর্তী ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে ও পরবর্তী পুনর্বাসনে সরকারের সব ধরনের পরিকল্পনা রয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার শাহজালাল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।