সাকিবের জন্য দুঃখিত মাশরাফি

259

লর্ডস (লন্ডন), ৬ জুলাই, ২০১৯ (বাসস) : জয় দিয়ে আসর শুরু করলেও বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হলো না টাইগারদের। দ্বাদশ আসরের লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। তবে দল হিসেবে বাংলাদেশ ভালো খেলতে না পারলেও, ব্যাট-বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান করেন তিনি। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব। ৩৯৯ রান খরচ করে ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবের মত এত উজ্জ্বল পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশের কেউই। বাংলাদেশ এবার যে তিনটি ম্যাচ জিতেছে, তার সবক’টিতে সেরা খেলোয়াড় ছিলেন সাকিব। তাই বিশ্বকাপ মিশন শেষে সাকিবের জন্য দুঃখিত না হয়ে পারলেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিবের অসাধারণ নৈপুণ্যে পুরো দলও দুঃখিত জানান ম্যাশ।
গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার সাকিবের কথা বলা উচিৎ। আমি মনে করি সে পুরোপুরি অসাধারণ ছিল। সে ব্যাটিং করেছে তিন নম্বরে এবং সে যা পারে করে দেখিয়েছে। আমি আসলেই তাঁর জন্য সরি ফিল করছি, শুধু আমি নই, পুরো দলই করছে। সে যেভাবে খেলেছে এই দলটি হয়তো ভিন্ন জায়গায় থাকতে পারতো এখন যেখানে আছে সেখানে না থেকে। আমি মনে করি সে অন্যতম সেরা পারফর্মার সবসময়ের জন্য, এই বিশ্বকাপেও। তবে এরপরেও আমরা সেমিফাইনালে যেতে পারিনি বা আমরা যেখানে যেতে চেয়েছি সেটি পারিনি। এরপরেও আমি মনে করি, সাকিব জানতো তাঁর ভূমিকা কি এবং দলকে সামনে এগিয়ে নিতে কি দরকার।’
সাকিবের পাশাপশি মুশফিকুর রহিমের ব্যাটিং-এর প্রশংসা করেছেন মাশরাফি। সাকিবের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিকই। ৮ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৬৭ রান করেছেন মুশফিক। মাশরাফি বলেন, ‘মুশি দারুণ ব্যাটিং করেছে। হ্যা, কখনো কখনো ভাগ্য তার পক্ষে ছিলনা। তবে আমি মনে করি সে দারুণ ব্যাটিং করেছে। বাকি সবার ইন অ্যান্ড আউট ছিল।’