বাসস ক্রীড়া-১৩ : তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ৬শ’ রান সাকিবের

186

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বাংলাদেশ
তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ৬শ’ রান সাকিবের
লর্ডস (লন্ডন), ৬ জুলাই, ২০১৯ (বাসস) : তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের মঞ্চে এক আসরে ছয়শত রান করার কীর্তি গড়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৮ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান করেন তিনি। বিশ্বকাপের মঞ্চে সাকিবের আগে এক আসরে ছয়শত রান করেছেন মাত্র দু’জন। তারা হলেন- ভারতের শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন।
২০০৩ বিশ্বকাপে টেন্ডুলকার ১১ ইনিংসে ৬৭৩ রান করেন। ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি ছিলো তার ব্যাটে। ২০০৭ আসরে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬শত রান করেন হেইডেন। ১০ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৬৫৯ রান করেন হেইডেন।
বাসস/এএসজি/এএমটি/১৮২৫/স্বব