বাসস ক্রীড়া-১২ : টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গলেন, সাঙ্গাকারাকে স্পর্শ করলেন সাকিব

191

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বাংলাদেশ
টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গলেন, সাঙ্গাকারাকে স্পর্শ করলেন সাকিব
লর্ডস (লন্ডন), ৬ জুলাই, ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৮ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান করেন তিনি। বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। ৩৯৯ রান খরচ করে ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ফলে বিশ্বকাপ মঞ্চে অনেক রেকর্ডের মালিক হলেন সাকিব। ভেঙ্গেছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের রেকর্ড। বিশ্বকাপের গ্রুপ বা লিগ পর্বে ম্যাচে টেন্ডুলকারের ৫৮৬ রানের রেকর্ড ভেঙ্গে ৮ ম্যাচে ৬০৬ রান করেন বাংলাদেশের সাকিব। ২০০৩ সালে গ্রুপ পর্বের ম্যাচে ৫৮৬ রান করেছিলেন টেন্ডুলকার। এবার সেই রেকর্ড ভেঙ্গে ফেললেন সাকিব।
এছাড়াও এবারের বিশ্বকাপে অন্তত ৫০ রানের বেশি ৭টি ইনিংসে করেছেন সাকিব। এক্ষেত্রে টেন্ডুলকারের পাশে বসলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে অন্তত ৫০ রানের বেশি ৭টি ইনিংসে খেলেছিলেন টেন্ডুলকার।
টেন্ডুলকারের পর শ্রীলংকার কুমার সাঙ্গাকারাকেও স্পর্শ করেছেন সাকিব। বিশ্বকাপের মঞ্চে সাঙ্গার মত ১২টি ৫০ রানের বেশি ইনিংস আছে সাকিবের।
এছাড়া প্রথম অলরাউন্ডার হিসেবে এক বিশ্বকাপে ৬০০-র বেশি রান ও ১১টি উইকেট নেয়ার রেকর্ডও গড়লেন সাকিব।
বাসস/এএসজি/এএমটি/১৮২০/স্বব