বাজিস-৭ : কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে সরকার : শিক্ষামন্ত্রী

191

বাজিস-৭
চাঁদপুর- শিক্ষামন্ত্রী
কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে সরকার : শিক্ষামন্ত্রী
চাঁদপুর, ৬ জুলাই, ২০১৯ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, কারিগরি শিক্ষার প্রতি সরকার গূরুত্ব দিয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কারিগরি শিক্ষার প্রতি গূরুত্ব দেওয়া হচ্ছে। স্কুল ও মাদরাসায় দু’টি ট্রেডে কারিগরি শিক্ষা কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এই হার ১৭ ভাগ হলেও আগামী ২০৩০ সাল নাগাদ তা ৩০ ভাগে উন্নীত করতে সক্ষম হব বলে আশা করছি।’
আজ শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‘শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টিতে জোর দিচ্ছে সরকার’- একথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তর থেকেই দক্ষতা ও মূল্যবোধ সৃষ্টি করতে শিক্ষার্থীদের প্রতি নজর দিয়েছে সরকার। ভাষা, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিকতা, সততা, দেশপ্রেম-মূল্যবোধ, পরিবেশ এবং পরিষ্কার-পরিছন্নতায় নিজেদের প্রতিষ্ঠিত করবে শিক্ষার্থীরা।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান খান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।
পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে নিজ স্বেচ্ছাধীন তহবিল থেকে গরিবও অসহায়দের মধ্যে সহায়তার চেক বিতরণ করেন।
এরপর, বিকেল ৫টায় মন্ত্রী তার বাসভবনে নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলীয় নেতা-কর্মিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বাসস/সংবাদদাতা/১৭৫০/এমকে