বাসস ক্রীড়া-১০ : ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাল ইরানের মোকাবেলা করবে স্পেন

147

বাসস ক্রীড়া-১০
ফুটবল-বিশ্বকাপ-স্পেন-ইরান-প্রিভিউ
ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাল ইরানের মোকাবেলা করবে স্পেন
কাজান (রাশিয়া), ১৯ জুন ২০১৮ (বাসস/এএফপি): স্পেনের প্লে মেকার ইস্কো বলেছেন, প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর আগামীকালের ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিতে চায় স্পেন। জয়ের মধ্যমে ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই বুধবার ইরানের মোকাবেলা করবে তার দল।
চলতি আসরের ফেভারিটের তালিকায় থাকা ২০১০ সালের চ্যাম্পিয়নরা তাদের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর একক দক্ষতার সামনেই নাকানি চুবানি খেয়েছে। ম্যাচে হ্যাট্রিক করেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।
প্রধান কোচ জুলেন লোপেতেগুই আকস্মিক বরখাস্ত হবার মাত্র দুই দিন পর বিশ্বকাপের ওই ম্যাচ খেলতে মাঠে নেমেছিল স্পেন। মূলত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির খবর প্রকাশিত হবার পরপরই তাকে বরখাস্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এমন পরিস্থিতিতে বর্তমানে দলটির হাল ধরে থাকা ফার্নান্দো হিয়েরো মনে করেন প্রত্যাশার চেয়ে বেশি কোন নাটকীয়তা না ঘটলে ব্রাজিল, জার্মানি এবং ফ্রান্সের সঙ্গে শেষ ধাপ পর্যন্ত পৌঁছাবে লা রোজারা।
ইস্কো বলেন, ‘আমাদের বিশ্বকাপের স্বপ্ন পুরনের পথে আসন্ন ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম মিনিট থেকেই আমরা গোল করতে চাই। যদিও জানি সেটি খুব একটা সহজ হবে না। দলগতভাবে নিজস্ব স্টাইলের বিষয়ে সচেস্ট থাকতে হবে। মাঠে যদি আমরা দ্রুততার সঙ্গে খেলতে পারি তাহলে সুযোগ আসবেই। দ্রুতই গোল করতে পারব বলে আমি আশাবাদী।’
এদিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে বেশ খোশ মেজাজেই রয়েছে ইরান। মরক্কোর স্ট্রাইকার আজিজ বুহাদ্দজের আত্মঘাতি গোলের সুবাদে এই জয় লাভ করে ইরান। যা কাজান এ্যারিনায় আগামীকাল রাত ১২টায় বি’গ্রুপের আসন্ন ম্যাচে চাপে রাখবে স্পেনক। ওই গ্রুপ থেকে একমাত্র বিজয়ী দল হিসেবে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ইরান। প্রথম ম্যাচের সাফল্যে রাজধানী তেহরানে বইয়ে যাচ্ছে আনন্দের বন্যা। রাস্তাঘাটসহ সর্বত্র চলছে এর উদযাপন।
ইরানের কোচ কার্লোস কুইরোজ মনে করেন স্পেনের বিপক্ষে আসন্ন ম্যাচটি হবে তাদের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। তবে তারা ‘অসম্ভবকে সম্ভব করতে’ চান। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ বলেন, ‘মরোক্কোর বিপক্ষের ম্যাচটি যদি আমাদের কাছে বিশ্বকাপের ফাইনালের মত হয়, তাহলে স্পেনের বিপক্ষের ম্যাচটি হবে ‘ইউনিভার্স কাপ ফাইনাল’।
আমাদের জয়টি কোনভাবেই অলৌকিক ঘটনা ছিল না। একদল মানুষ যখন একত্রিত হয় তখন যে কোন কিছুই ঘটতে পারে। তারা যখন একতাবদ্ধ হয়, তখন অসাধারণ গল্প বা অনন্য কিছু সৃষ্টি করতে পারে। আমাদের মানসিকতা হচ্ছে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা।’
কালকের ওই ম্যাচে যদি স্পেনকে ঠেকিয়ে দিয়ে পয়েন্ট সংগ্রহ করতে পারে তাহলে ইরানের জন্য নকআউট পর্বে উঠে যাবার পথ অনেকটাই মসৃন হয়ে যাবে। অবশ্য এর আগে বিশ্বকাপের আসরে কখনো কোন ইউরোপীয় দলকে হারাতে পারেনি ইরান। সর্বশেষ ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে তারা ২-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে।
স্পেন:
গোলরক্ষক: কেপা আরিজাবালাগা(১৩), ডেভিড ডি গেয়া(১), পেপে রেইনা(২৩)।
রক্ষণ ভাগ: জর্ডি আলবা (১৮), চেজার আজপিলিকুয়েটা (১৪), দানি কারভাজাল (২), নাচো ফার্নান্দেজ (৪), নাচো মনেরাল (১৬), আলভারো অদ্রিওজোলা (১২), গেরার্ড পিকু (৩), সার্জিও রামোস (১৫)।
মধ্য মাঠ: মার্কো এসেনসিও (২০), থিয়াগো আলচানতারা (১০), সার্জিও বাসকুয়েটস (৫), আন্দ্রেস ইনিয়েস্তা (৬), ইস্কো (২২), কোক (৮), সাউল নিগুয়েজ (৭), ডেভিড সিলভা (২১), লুকাস ভাজকুয়েজ (১১)।
আক্রমন ভাগ: ইগো আসপাস (১৭), দিয়েগো কস্তা (১৯), রদ্রিগো মোরেনো (৯), ।
কোচ: ফার্নান্দো হিয়েরো
ইরান:
গোলরক্ষক: আলিরেজা বিয়েরানভ্যান্ড(১), রশিদ মাজাহেরি(১২), আমির আবেদজাদেহ(২২)।
রক্ষণভাগ: মজিদ হোসেইনি (১৯), মিলাদ মোহাম্মদী (৫), মোহাম্মদ খানজাদেহ (১৩), মোরতেজা পুরালিগানজি (৮), পেজম্যান মন্তাজেরি (১৫), রামিন রেজাইয়ান (২৩), রুজবেহ চেশমি (৪)।
মধ্য মাঠ: এহসান হাজি সফি (৩), মাসুদ সোজায়েই (৭), মাহদি তোরাবি (২), ভাহিদ আমিরি (১১)।
আশকান দেজাগাহ (২১), ওমিদ এবরাহিমি (৯),সায়েইদ এজাতোলাহি (৬)।
আক্রম ভাগ: আলিরেজা জাহানবক্স (১৮), মাহদি তারেমি (১৭), রেজা গুচানেজদাহ (১৬), সামান ঘোড্ডোস (১৪), করিম আনসারিফার্ড (১০) সরদার আজমুন (২০)।
কোচ: কার্লোস কুইরোজ।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২৫/মোজা/স্বব