বাসস দেশ-১৭ : শাহজালালে বিদেশী সিগারেটসহ এক যাত্রী আটক

186

বাসস দেশ-১৭
শাহজালাল-সিগারেট-উদ্ধার
শাহজালালে বিদেশী সিগারেটসহ এক যাত্রী আটক
ঢাকা, ৬ জুলাই, ২০১৯ (বাসস) : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৭৩ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা শনিবার সকাল ৬টার দিকে আগমনী ক্যানোপি (এক) এলাকা থেকে তাকে আটক করে।
আটক যাত্রীর নাম মো. নজরুল ইসলাম (৩৪)। উদ্ধারকৃত বিদেশী সিগারেটের বর্তমান বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল আজ এ খবর জানান।
তিনি জানান, আজ ভোর ৬টার দিকে কুয়েত এয়ারের কেইউ-২৮৩ নম্বরের ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকায় আসেন যাত্রী নজরুল ইসলাম। তিনি সকালে বিমানবন্দরে নেমে গ্রিনচ্যানেল পার হয়ে আগমনী ক্যানোপি (এক) এলাকা দিয়ে তড়িগড়ি বের হচিছলেন। এসময় এপিবিএন পুলিশের সদস্যরা তার গতিবিধি লক্ষ করে সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি চালিয়ে ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের সিগারেটসহ তাকে আটক করে।
প্রাথমিক জিঞ্জাসাবাদে নজরুল এসব সিগারেট দুবাই থেকে ঢাকায় নিয়ে আসার কথা স্বীকার করেছেন।
নজরুল ইসলামের গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইন ঘাট থানার ফেনাইকুনা (ফড়িগ্রাম) গ্রামে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া জানান, নজরুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। তাকে জিঞ্জাসাবাদ করা হচেছ।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭৪০/অমি