বাসস ক্রীড়া-১০ : সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের

181

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বাংলাদেশ
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
লর্ডস (লন্ডন), ৬ জুলাই, ২০১৯ (বাসস) : গতকাল পাকিস্তানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আশা পুরন হয়নি সেমিফাইনাল খেলার। তবে ব্যাট-বল ব্যক্তিগত অর্জন ছিলো বাংলাদেশের। ব্যাট হাতে সেরা ছিলেন সাকিব আল হাসান। বল হাতে সেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এবারের বিশ্বকাপে বাংলাদেশের শীর্ষ পাঁচ বোলারের বোলিং পারফরমেন্সের দিকে চোখ বুলানো যাক।
বোলার ম্যাচ ইনিংস ওভার মেডেন রান উইকেট সেরা বোলিং ৫ উইকেট
মুস্তাফিজুর রহমান ৮ ৮ ৭২.১ ২ ৪৮৪ ২০ ৫/৫৯ ২
মোহাম্মদ সাইফউদ্দিন ৭ ৭ ৫৮.০ ২ ৪১৭ ১৩ ৩/৭২ ০
সাকিব আল হাসান ৮ ৮ ৭৪.০ ১ ৩৯৯ ১১ ৫/২৯ ১
মেহেদি হাসান মিরাজ ৭ ৭ ৬৭.০ ০ ৩৪১ ৬ ২/৪৭ ০
সৌম্য সরকার ৮ ২ ১৪.০ ০ ৯১ ৪ ৩/৫৮ ০
বাসস/এএসজি/এএমটি/১৬৫৫/স্বব