বাসস ক্রীড়া-৯ : ব্যাট হাতে সেরা সাকিব; দ্বিতীয়স্থানে মুশফিক

170

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বাংলাদেশ
ব্যাট হাতে সেরা সাকিব; দ্বিতীয়স্থানে মুশফিক
লর্ডস (লন্ডন), ৬ জুলাই, ২০১৯ (বাসস) : লিগ পর্ব থেকে দ্বাদশ বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। এবারের আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সাকিব। কাল অবধি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানও তার। সাকিবের পরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান উইকেটরক্ষক মুুশফিকুর রহিমের। এরপর আছেন ওপেনার তামিম ইকবাল। এবারের বিশ্বকাপে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের রানের দিকে চোখ বুলানো যাক।
খেলোয়াড় ম্যাচ ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ গড় ১০০ ৫০
সাকিব আল হাসান ৮ ৮ ১ ৬০৬ ১২৪* ৮৬.৫৭ ২ ৫
মুশফিকুর রহিম ৮ ৮ ১ ৩৬৭ ১০২* ৫২.৪২ ১ ২
তামিম ইকবাল ৮ ৮ ০ ২৩৫ ৬২ ২৯.৩৭ ০ ১
মাহমুদুল্লাহ রিয়াদ ৭ ৬ ১ ২১৯ ৬৯ ৪৩.৮০ ০ ১
লিটন দাস ৫ ৫ ১ ১৮৪ ৯৪* ৪৬.০০ ০ ১
বাসস/এএসজি/এএমটি/১৬৪৫/স্বব