বাজিস-৬ : হবিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে ৪০ লাখ টাকার চেক বিতরণ

150

বাজিস-৬
হবিগঞ্জ-চেক বিতরণ
হবিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে ৪০ লাখ টাকার চেক বিতরণ
হবিগঞ্জ, ৬ জুলাই, ২০১৯ (বাসস) : জেলার সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৮১টি প্রতিষ্ঠানের উন্নয়নে চল্লিশ লাখ ২৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেলের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্বাচনী এলাকা ভিত্তিক (বি-২য়) টিআর নগদ অর্থ বরাদ্দ প্রকল্পের আওতায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান-শ্মশান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ ৮১টি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই চেক বিতরণ করা হয়েছে।
এছাড়াও, এ সময় ক্যান্সার আক্রান্ত তিনজন রোগির স্বজনদের হাতে ৫০ হাজার টাকা করে সরকারি সহায়তার চেক তুলে দেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৬৪৮/এমকে