বাসস ক্রীড়া-৩ : ফিল্ডিং-বোলিং’কে দায়ী করছেন মাশরাফি

183

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-বাংলাদেশ
ফিল্ডিং-বোলিং’কে দায়ী করছেন মাশরাফি
লর্ডস (লন্ডন), ৬ জুলাই, ২০১৯ (বাসস) : সেমিফাইনালে খেলার আশা নিয়ে দ্বাদশ বিশ্বকাপ শুরু করা বাংলাদেশকে শেষ পর্যন্ত লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে গতকাল ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসে পাকিস্তানের কাছে ৯৪ রানে হারে টাইগাররা। পুরো টুর্নামেন্ট জুড়েই বাজে ফিল্ডিং-বোলিং ভালো ভুগিয়েছে বাংলাদেশকে। শেষ ম্যাচেও এই দু’বিভাগের ব্যর্থতা চোখে পড়ার মত ছিলো। তাই বিশ্বকাপের মঞ্চে সাফল্য না পাবার পেছনে ফিল্ডিং-কে দুষছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বললেন মাশরাফি।
পুরো আসরে আটটি ক্যাচ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা। সেই সাথে তিন’টি সহজ রান আউট করতে ব্যর্থ হয় তারা। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে বোলিং-ও ছিলো ছন্নছাড়া। বিশ্বকাপের লিগ পর্ব থেকে টাইগারদেরে বিদায় নেয়ার জন্য এটাও অন্যতম একটা কারণ। এবারের আসরে ফিল্ডিং-বোলিং যে ভুগিয়েছে দলকে, তা অকপটে স্বীকার করলেন মাশরাফি, ‘ফিল্ডিং এবং বোলিং নিয়ে উদ্বেগ ছিল। আমি মনে করি বোলিং আপ টু দ্যা মার্ক ছিল না। আমার থেকে শুরু করে বাকিদেরও। বিশেষ করে প্রথম ১০-১৫ বা ২০ ওভার পর্যন্ত। যেই সময়ে আমাদের অবশ্যই উইকেট পেতে হতো। আমি আবারো বলবো যে কিছু ম্যাচে ফিল্ডিং আমাদের অনেক বেশি ভুগিয়েছে। কারণ একজন ফিল্ডার হিসেবে আপনি যখন রান থামাবেন এই ধরণের উইকেটে, তখন বোলাররা অনেক আত্মবিশ্বাস পাবে। যেটি হয়ে ওঠেনি। যখন কোনো দল জুটি গড়েছে আমরা ক্রমাগত নিচে নেমেছি। কিছু ক্যাচ মিস হয়েছে, আপনি বলতে পারেন না এমনটা মাঠে ঘটতেই পারে, কিন্তু আমরা যখন এই ভুলগুলো ক্রমাগত করবো তখন প্রশ্ন উঠবেই। তবে আমি আশা করি, আমরা এই ব্যাপারটি নিয়ে কাজ করবো এবং ভবিষ্যতে আমরা শক্তভাবে ফিরে আসবো এবং সেই সব জায়গায় আমরা বেশ ভালো করবো।’
ভাগ্য না থাকায় এবারের আসরে সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। এমনটাই মনে করেন মাশরাফি। তবে নিজেদের সেরাটা দেয়ার সামর্থ্য ছিলো বলেও জানান টাইগার নেতা, ‘আমি দুই দিক থেকেই বলতে পারি। অবশ্যই কিছু জায়গা আছে যেখানে আমরা নিজেদের প্রমাণ করতে পারতাম যে আমাদের সামর্থ্য আছে। তবে অবশ্যই ভাগ্যের একটি সাহায্য লাগতো সবকিছু নিজেদের পক্ষে যাওয়ার জন্য। যেটি আমি মনে করি উভয় দিক থেকে আমরা হারিয়েছি।’
এবারের বিশ্বকাপে ভালো ফল পেতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ছোট-ছোট ভুলে তা সম্ভব হয়নি। তারপরও সতীর্থদের প্রশংসা করেছেন মাশরাফি। তবে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে পারলে ভালো হতো বলে মনে করেন তিনি, ‘আমি মনে করি খেলোয়াড়রা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি যেটি বলেছি যে, কিছু জায়গা আছে আমরা যেখানে অনেক উন্নতি করতে পারতাম। আমরা জানতাম আমাদের দুর্বলতা কোথায়। কিন্তু আমরা পারিনি। আমি মনে করি এই দুর্বলতা কিছুটা কাটিয়ে ওঠা যেতো। সত্যি কথা বলতে এই জায়গাগুলো (দুর্বলতার) নিয়ে পুরো দলই হতাশ। আমরা আরো ভালোভাবে শেষ করতে পারতাম।তবে আমরা যদি এই ম্যাচটি ভালোভাবে শেষ করতে পারতাম তাহলে ভালো হতো। আপনি বলতে পারেন ভাগ্য আমাদের পক্ষে ছিল না, তবে আমি মনে করি কিছু ছেলে আসলেই ভালো খেলেছে, কিছু বিষয় আসলেই ভালো হয়েছে, আবার কিছু জিনিস আমাদের পক্ষে ছিল না।’
বাসস/এএসজি/এএমটি/১৬০০/স্বব