ইরান প্রশ্নে আগামী ১০ জুলাই আইএইএ’র বিশেষ বৈঠক

329

ভিয়েনা, ৬ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা শুক্রবার জানিয়েছে, তারা আগামী সপ্তাহে ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে ২০১৫ সালের চুক্তির একটি সীমা তেহরান লঙ্ঘন করার কয়েকদিন পর তারা এ বৈঠকের কথা জানালো। খবর এএফপি’র।
আইএইএ’র মুখপাত্র জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা বোর্ডের এ বৈঠক ‘আগামী ১০ জুলাই গ্রিনিচ মান সময় ১৪:৩০ মিনিটে’ অনুষ্ঠিত হবে।
এর আগে, ভিয়েনায় মার্কিন মিশনের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত জ্যাকি উলকট ইরান বিষয়ে আইএইএ’র সর্বশেষ প্রতিবেদন নিয়ে আলোচনা করতে বিশেষ বৈঠকের আবেদন করেছিলেন।
প্রতিবেদনে আইএইএ নিশ্চিত করেছে যে ২০১৫ সালের জয়েন্ট কমপ্রিহেনসিভ প্লান অ্যাকশনের আওতায় ইরানকে সর্বোচ্চ ৩শ’ কিলোগ্রাম ইউরেনিয়াম মজুদ করার যে সুযোগ দেয়া হয় সেটি তারা ভঙ্গ করেছে।
যুক্তরাষ্ট্রের বিবৃতিতে সীমা লঙ্ঘনের এ খবরকে ‘উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করা হয়েছে।