বাসস ক্রীড়া-৮ : মেক্সিকোর কাছে হার এখনো ভুলতে পারছে না জার্মানি

145

বাসস ক্রীড়া-৮
ফুটবল-জার্মানি
মেক্সিকোর কাছে হার এখনো ভুলতে পারছে না জার্মানি
মস্কো (রাশিয়া), ১৯ জুন ২০১৮ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের দশম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে যায় গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। এবারের বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটন। দু’দিন হয়ে গেলেও, মেক্সিকোর কাছ হারকে এখনো ভুলতে পারছেন না জার্মানির খেলোয়াড়রা। তাই বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজেদের মনের কষ্টের শেয়ার করছে ফুটবল প্রেমিদের সাথে।
জার্মানির ডিফেন্ডার ম্যাটস হুমেলস হতাশার সুরে বললেন, ‘মেক্সিকোর কাজটা সহজ করে দিলাম আমরা। যে পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি, সেটা মাঠে করে দেখাতে পারিনি।’
পরের দু’টো ম্যাচ বাঁচা-মরার বলে জানান হুমেলস, ‘এখন পরের দু’টো ম্যাচ আমাদের জিততে হবে। আবারো যদি কোন ম্যাচ ফসকে যায় তবে বিশ্বকাপ শেষ হয়ে যাবে আমাদের জন্য।’
জার্মানি ফুটবল দলের অধিনায়ক ম্যানুয়েল নয়্যারও হতাশায় ভুগছেন। তিনি বলেন, ‘এক গোলে এভাবে হেরে যাবো ভাবিনি। সত্যি বলতে আমরা মেক্সিকোর বিপক্ষে ভালো খেলতে পারিনি। চ্যাম্পিয়নরা যেভাবে খেলে, সেভাবে নয়। এমন হারের জন্য আমরাই দায়ী। ভক্তরা আমাদের উপর আস্থা রাখবে এটিই চাই।’
মেক্সিকোর কাছে দলের এমন হারবে জার্মান ফুটবলের বড় বিপর্যয় বলে মনে করেন দলের মিডফিল্ডার মেসুত ওজিল, ‘জার্মান ফুটবলে বড় বিপর্যয় ঘটে গেল। এমন বিপর্যয় থেকে আমাদের দ্রুতই ঘুড়ে দাঁড়াতে হবে।’
হতাশা গ্রাস করেছে কোচ জোয়াকিম লো’কেও। তবে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, ‘দলের অবস্থা এখনও ভারসাম্যহীন। মেক্সিকোর কাছে হারকে সহজে মেনে নিতে পারছে না তারা। আশা করবো, সবাই নতুন উদ্যমে শুরু করবে এবং নিজেদের মেলে ধরবে।’
২৩ জুন এফ’ গ্রুপের ম্যাচে জার্মানির প্রতিপক্ষ সুইডেন। ২৭ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলবে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি।
বাসস/এএমটি/১৬৫০/মোজা/স্বব