বাসস ক্রীড়া-১৩ : দক্ষিণ আফ্রিকা ম্যাচকে গুরুত্বহীন মনে করছেন না অসি কোচ ল্যাঙ্গার

165

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা ম্যাচকে গুরুত্বহীন মনে করছেন না অসি কোচ ল্যাঙ্গার
ম্যানচেস্টার, ৫ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি) : চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া হয়তোবা ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে গ্রুপ পর্বে আগামীকাল শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটিকে এখনো অনেক গুরুত্বপুর্ন মনে করছেন াস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে জয় পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দেবে বর্তমান চ্যাম্পিয়নদের।
কোচ ল্যাঙ্গার বলেন সেমিফাইনালের কথা বিবেচনা করে অস্ট্রেলিয়া জয়ের সুখস্মৃতি অব্যাহত রাখতে চাইবে।
অর্থাৎ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে খেলতে ম্যানচেস্টারেই থেকে যাবে অস্ট্রেলিয়া দল। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বে এবং ২০১৫ বিশ্বকাপ ফাইনালেও কিউইদের হারিয়েছিল অসিরা।
ল্যাঙ্গার চান দশ দলের এ টুর্নামেন্টে কেবল মাত্র ভারতের কাছে এক ম্যাচ পরাজিত হওয়া তার অস্ট্রেলিয়া দলের মধ্যে অনুভুতিটা ভাল থাকুক।
তিনি বলেন,‘ বিষয়টা জয়ের সুখস্মৃতি অব্যাহত রাখা। এটা আমাদের সত্যিই গুরুত্বপূর্ণ।’
অনেকেই বলেন এটা গুরুত্বহীন ম্যাচ। এখানে গুরুত্বহীন বলে কিছু নেই।’
গত বছর কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে এক বছর নিষিদ্ধ থাকা দুই তারকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার আগামীকাল প্রথমবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছেন।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ল্যাঙ্গার বলেন,‘ আত্মতুস্টিতে ভোগার কোন সুযোগ নেই। গত ১২ মাস কি ঘটেছে সেটা নিয়েও ভাবার কিছু নেই। আমরা ভাল ক্রিকেট খেলছি। সুতরাং জয়ের সুখস্মৃতি অব্যাজত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
ইংল্যান্ডে আসার পর থেকেই স্মিথ ও ওয়ার্নারকে দুয়োধ্বনি শুনতে হচ্ছে এবং পাঁচ ম্যাচের এ্যাশেজ সিরিজ থাকায় সেটা হয়তো আরো দির্ঘায়িত হবে।
তবে ল্যাঙ্গার বলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে যা ঘটেছিল তা নিয়ে এ জুটির অতিরিক্ত স্নায়ু চাপ নেয়ার কিছু নেই।
বাসস/এএফপি/১৯০৮/স্বব