বাসস ক্রীড়া-১১ : টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গার পর উঁচু লক্ষ্য আফগান তরুণের

135

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বিশ্বকাপ
টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গার পর উঁচু লক্ষ্য আফগান তরুণের
লীডস, ৫ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি) : বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৮০’র বেশি রান করে বৃহস্পতিবার ভারতের শচিন টেন্ডুলকারের রেকর্ড ভঙ্গ করলেন আফগানিস্তানের ইকরাম আলী খিল। দীর্ঘ দিন এ রেকর্ডের মালিক ছিলেন কিংবদন্তী টেন্ডুলকার। ১৯৯২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ বছর ৩১৮ দিন বয়সে ৮১ রান করে রেকর্ডটির মালিক হয়েছিলেন টেন্ডুলকার। তবে চলতি বিশ্বকাপে গতকাল লীগ পর্বে আফগানিস্তানের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ বছর ২৭৮ দিন বয়সী খিল ৮৬ রান করেন। যার মাধ্যমে ভেঙ্গে যায় ২৭ বছর আগে করা টেন্ডুলকারের আগের রেকর্ডটি।
নতুন রেকর্ডের পর আফগানিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান হতে চান খিল।
তিনি বলেন, ‘শচিন টেন্ডুলকারের মত একজন কিংবদন্তীর রেকর্ড ভাঙ্গতে পেরে আমি গর্বিত। আমি অত্যন্ত খুশি।’
খিলের এমন রেকর্ড গড়া ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৩ রানে পরাজিত হয় আফগানিস্তান। নয় ম্যাচের সব ক’টিতে পরাজিত হয়ে জয়হীন থেকেই দেশে ফিরতে হচ্ছে আফগানদের।
গত বছর অনুর্ধ-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আফগানিস্তান দলের সদস্য খিল বলেন,‘ এই বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলতে পেরে আমি আনন্দিত।’
‘নয় ইনিংসে কেউই এরচেয়ে বেশি রান করতে পারেননি। তবে একই সাথে সেঞ্চুরি করতে না পেরে আমি হতাশ। কারণ মনে হয়েছিল সেঞ্চুরি করতে পারব। আশা করছি সামনের ম্যাচগুলোতে আফগানিস্তানের হয়ে একটা সেঞ্চুরি করব।’
‘নিজের খেলা নিয়ে আমি অনেক বেশি কঠিন পরিশ্রম করতে এবং আফগানিস্তানের সর্বকালের সেরা খেলোয়াড় হতে চাই।’
শ্রীলংকার কুমার সাঙ্গাকারাকে নিজের রোল মডেল উল্লেখ করে ইকরাম বলেন,ইংল্যান্ড এন্ড ওয়েলসে বিশ্বকাপ খেলে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।
তিনি বলেন,‘ ব্যাটিং করতে নেমে সব সময় আমার চিন্তা-চেতনায় থাকের সাঙ্গাকারা। স্ট্রাইক পরিবর্তনের সক্ষমতা এবং প্রয়োজনের সময় বাউন্ডারি বের করা তাকে একজন বিশ্ব মানের ব্যাটসম্যানে পরিনত করেছে। যতটা সম্ভব আমি সেটা করার চেস্টা করি।’
বাসস/এএফপি/১৮১৫/স্বব