বাসস ক্রীড়া-৯ : ২৫ ওভারে ১ উইকেটে ১১৫ রান পাকিস্তানের

122

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বাংলাদেশ
২৫ ওভারে ১ উইকেটে ১১৫ রান পাকিস্তানের
লর্ডস (লন্ডন), ৫ জুলাই ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপের ৪৩তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে পাকিস্তান। ২৫ ওভার শেষে ১ উইকেটে ১১৫ রান করেছে তারা।
ক্রিকেটের মক্কা খ্যাত স্টেডিয়াম লর্ডসে ব্যাট হাতে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের বলে মেহেদি হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফিরেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। ১টি চারে ৩১ বলে ১৩ রান করেন ফখর। এরপর জুটি বেধে পাকিস্তানের সংগ্রহকে বড় করতে থাকেন আরেক ওপেনার ইমাম উল হক ও বাবর আজম।
সেমিফাইনালে খেলতে হলে এ ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। শুধু জিতলেই চলবে না। রান রেটের সমীকরনও মেলাতে হবে তাদের। সমীকরনটা হলো এমন- যদি পাকিস্তান ৩৫০ রান করে, তবে বাংলাদেশের বিপক্ষে ৩১১ রানের বড় ব্যবধানে জিততে হবে তাদের। অর্থাৎ বাংলাদেশকে ৩৯ রানে গুটিয়ে দিতে হবে পাকিস্তানকে।
আবার ৪০০ রান করলে ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। তখন বাংলাদেশকে ৮৪ রানে গুটিয়ে দিতে হবে পাকিস্তানের বোলারদের।
আবার যদি ৪৫০ রান করে পাকিস্তান, তবে বাংলাদেশের ইনিংস ১২৯ রানে শেষ করতে হবে। তখন ৩২১ রানের ব্যবধানে বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে। এমন সমীকরন মেলাতেই পারলেই চতুর্থ ও শেষ দল হিসেবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে পাকিস্তান।
বাসস/এএসজি/এএমটি/১৭৩৪/স্বব